ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৬, আহত আরও অনেকে
রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দফতর এক ক্ষুদেবার্তায় নিহত ছয়জনের তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।
আরও পড়ুন: মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাস ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন। একই সঙ্গে আহত হন আরও অনেক যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।
বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ঢাকা পোস্টকে জানান, “আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।”





