জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাসের ব্যবস্থা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তির বিষয়টি বিবেচনায় এনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। একইসঙ্গে কেন্দ্রীয় ও উন্মুক্ত লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানি হল’ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: চাকসুর প্রতিনিধি আকাশ দাশের বুয়েট শিক্ষার্থীর ধর্ষণ কে সমর্থন করে পোস্ট: উত্তাল চবি

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বন্ধের পর ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস পরিচালিত হবে। সরেজমিন পরিস্থিতি মূল্যায়ন এবং নিরাপত্তা যাচাইয়ের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ভূমিকম্প-পরবর্তী ঝুঁকি মূল্যায়নে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মল্লিক আকরাম হোসেনকে আহ্বায়ক করে বুয়েট বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২৭ অক্টোবর

রিপোর্ট প্রাপ্তি ও সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় ৪ ডিসেম্বর প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে। এছাড়া জকসু নির্বাচন কার্যক্রম এগিয়ে নিতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের বাড়ি ফেরাকে সহজ করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিসের আয়োজন করেছে।

পরিবহন প্রশাসক সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক জানান, আগামীকাল সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে গাড়িগুলো ছাড়বে। প্রতিটি প্রধান বিভাগীয় শহরের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন পাঠানো হবে।