অর্থ আত্মসাৎ মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৫ | আপডেট: ৫:০২ অপরাহ্ন, ২৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীতে অর্থ আত্মসাৎ, প্রতারণার ও জালিয়াতির মামলায় আদনান খন্দকার (৪১) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর বনানী এলাকা  থেকে তাকে গ্রেপ্তার করে করেছে ভাটারা থানা পুলিশ। তার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে এক ব্যবসায়ীর ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। 

আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

তিনি জানান, গত ২ জুলাই মোহাম্মদ শাহ আজম নামে ক্যাথারসিস ইন্টারন্যাশনালের ম্যানেজার ব্যবসায়ী অভিযোগ করেন, রাজ ওভারসিজের ব্যবস্থাপনা পরিচালক আদনান খন্দকার ব্যবসায়িক ঋণ হিসেবে ৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা নেন। আদনান টাকা পরিশোধের লক্ষ্যে এবি ব্যাংকের দুটি চেক দেন। চেক দিয়ে টাকা তুলতে গিয়ে টাকা পাননি। ঋণের মাধ্যমে গ্রহণ করা অর্থ ফেরত না পাওয়ায় আদনানের বিরুদ্ধে গত ২ জুলাই ভাটারা থানায় মামলা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আদনানকে গ্রেপ্তার করার পরপরই বিভিন্ন মহল থেকে তাকে ছাড়িয়ে নিতে তদবির শুরু করে। তবে পুলিশ জানিয়েছে এজহারনামীয় আসামি হিসেবে তাকে আদালতে সোপর্দ করা হবে। আদালত তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। 

আরও পড়ুন: ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন

পুলিশ আরো জানায়, মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ), ৪২০ (প্রতারণা) ও ৫০৬ (হুমকি) ধারায় রুজু করা হয়েছে।