ফুটকোর্ট স্থাপনে ডিএনসিসির ৬ সদস্যের কমিটি গঠন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১২ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী কাঁচা বাজার কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে ফুটকোর্ট স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ছয় সদস্যের কমিটি গঠন করেছে।

শুক্রবার (১০ অক্টোবর) ডিএনসিসি সূত্রে জানা গেছে, সচিব মুহাম্মদ আসাদুজ্জামান অফিস আদেশ জারি করে কমিটি অনুমোদন দিয়েছেন।

আরও পড়ুন: সরকারকে সন্ধ্যা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আল্টিমেটাম

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, কমিটি ফুটকোর্ট পরিচালনার রূপরেখা প্রণয়ন করবে। সার্বিক বিষয়ে যাচাই-বাছাই করে সুপারিশ ও মতামত প্রদান করবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক হয়েছেন ডিএনসিসির প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা এবং সদস্য সচিব হিসেবে নিয়োজিত হয়েছেন ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা।

আরও পড়ুন: মালিবাগের ফরচুন মলে জুয়েলারি দোকানে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও

অন্য সদস্যরা হলেন: ডিএনসিসির উপপ্রধান, রাজস্ব কর্মকর্তা, অঞ্চল ৩-এর নির্বাহী প্রকৌশলী (পুর) এবং অঞ্চল ৩-এর সহকারী প্রধান, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।

কমিটি ফুটকোর্ট পরিচালনার পরিকল্পনা, স্থানীয় পরিকাঠামো ও নিরাপত্তা বিষয়ক দিকগুলো মূল্যায়ন করে ডিএনসিসিকে সুপারিশ দেবে।