ধানমন্ডি ৩২-এ ছাত্র-জনতার বুলডোজার আটকে দিল সেনাবাহিনী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৪৬ অপরাহ্ন, ১৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সোমবার দুপুরে পুলিশের সঙ্গে উপস্থিত জনতার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। একই সময়ে দুটি বুলডোজার ধানমন্ডি-৩২-এ প্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের বাধা দিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইন অনুযায়ী এমন ধরনের কাজের অনুমতি দেওয়া সম্ভব নয়।

দুপুর ১২টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এ নেওয়া হয়। এ সময় বুলডোজারের ওপর কিছু তরুণকে স্লোগান দিতে দেখা যায়। পরে সেনাবাহিনী ওই তরুণদের বুলডোজার থেকে নামিয়ে দেয়।

আরও পড়ুন: রাজধানীর মগবাজার ও তেজগাঁওয়ে আগুন

সরেজমিনে দেখা গেছে, এক্সকাভেটর নিয়ে এগোতে চাইলে ছাত্র-জনতাকে থামাতে পুলিশ ও সেনা লাঠিচার্জ করে। এতে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এরপর ধাওয়াপাল্টি শুরু হলে পুরো এলাকা থমথমে হয়ে যায়।

ছাত্র-জনতা এক্সকাভেটরের সঙ্গে অবস্থান নিয়ে নানা বিক্ষোভমূলক স্লোগান দেন, যার মধ্যে ছিল— ‘মুজিব বাদের আস্তানা এই বাংলায় হবে না’, ‘৩২ নম্বর বাড়িটি ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

আরও পড়ুন: এবার দুদকের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, শেখ হাসিনার রায় ঘোষণার পরপরই আমরা ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে দিতে চাই। এখান থেকেই আমাদের ভাই-বোন, মা-বাবাকে গুলির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই বাড়ির কোনো স্মৃতি আর রাখতে চাই না।

এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাতে একটি বুলডোজার ধানমন্ডি ৩২-এ প্রবেশ করে বাড়িটি ক্ষতিগ্রস্ত করে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।