এবার ঢাকার আরেক স্থানে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এ আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য মেলেনি।
আরও পড়ুন: মির্জা আব্বাসকে বিশ্রাম, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম
এর আগে একইদিন সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের একটি ছয়তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য ছিলেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি রফিকুল আহমেদ।
ফায়ার সার্ভিসের তথ্যমতে, উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় আগুনের সংবাদ পেয়ে সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান চালিয়ে ভবনের ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করে এবং আহতদের কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে মা–মেয়ের লাশ উদ্ধার
অগ্নিকাণ্ডে শ্বাসরোধ ও দগ্ধ হয়ে দুই নারী ও এক পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নেভানো হয়।





