কেরানীগঞ্জে মা–মেয়ের লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জের কালিন্দী এলাকার একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান,
আরও পড়ুন: এবার ঢাকার আরেক স্থানে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
“গতকাল ১৫ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে ট্রিপল নাইনে (৯৯৯) কল পাওয়ার পর কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।”
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসাটি তালাবদ্ধ ছিল না। ওই বাসাটিতে গৃহশিক্ষিকা হিসেবে বসবাস করতেন মিম আক্তার (২৪)। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মা ও মেয়ের মরদেহ বাসার খাটের নিচে এবং বাথরুমে ছাদের ওপরে পাওয়া যায়।
আরও পড়ুন: মির্জা আব্বাসকে বিশ্রাম, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম
পুলিশের তথ্যমতে, গৃহশিক্ষিকা মিম আক্তার ওই বাসাতেই লাশ দুটি থাকা অবস্থায় কিছুদিন অবস্থান করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চারজনের মধ্যে দুজনের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানান ওসি।
প্রাথমিকভাবে জড়িতরা হলেন,
১. মিম আক্তার (২৪), স্বামী: হুমায়ুন
২. নুরজাহান (১৫)
ওসি সাইফুল আলম আরও জানান, ঘটনাটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িত অন্য কেউ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





