শাহজালাল বিমানবন্দরে এভসেকের অভিযানে বিপুল পরিমাণ ইউরো উদ্ধার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান প্রতিরোধে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগের ধারাবাহিক সফলতার অংশ হিসেবে এবার চেকিং রো-ডি থেকে উদ্ধার করা হয়েছে ৯৩,০৯০ (তিরানব্বই হাজার নব্বই) ইউরো।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে নিরাপত্তা তল্লাশির সময় এভসেক সদস্যরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রোমগামী ফ্লাইট বিজি–৩৫৫ এর এক যাত্রীর লাগেজে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা শনাক্ত করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মী, বিমান বাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত এভসেক বিভাগ দীর্ঘদিন ধরেই ‘জিরো টলারেন্স’ নীতিতে অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
ঘটনার পর এভসেক কর্তৃপক্ষ বিমানবন্দর কাস্টমসকে অবহিত করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বৈদেশিক মুদ্রা জব্দসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
আরও পড়ুন: পিকনিকের কথা বলে গণধর্ষণ, গণবিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার
বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারদের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের ফলেই এই চোরাচালান প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ ধরনের সাফল্য বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে বলেও মন্তব্য করেন তারা।





