মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গৃহকর্মীকে আসামি করে মামলা

Any Akter
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:৩৯ অপরাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা ফিরোজ (৪৮) এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) কুপিয়ে  হত্যার ঘটনায় মামলা হয়েছে। গৃহকর্মী আয়েশাকে আসামি করে  হত্যা মামলা দায়ের করা হয়।মঙ্গলবার( ৯ ডিসেম্বর) দুপুরে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবাহ উদ্দিন রাইজিং বিডি ডট কমকে বলেন, নিহতের স্বামী আজিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই গৃহকর্মীকে গ্রেফতারর পুলিশের পাশাপাশি সরকারের গোয়েন্দারা কাজ করছে। 

এর আগে সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি আবাসিক ভবনের ৭ম তলার ফ্ল্যাট। থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ।এ সময় নাফিসার বাবা এবং লায়লা ফিরোজের স্বামী শিক্ষক আ জ ম আজিজুল ইসলাম কর্মস্থলে ছিলেন। গৃহকর্মী আয়েশা মাত্র চার দিন আগে কাজ শুরু করেছিলেন।

আরও পড়ুন: র‍্যাবের হাতে ৬৮ কেজি গাঁজাসহ চালক আটক

ভবনের ​সিসিটিভি ফুটেজে দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকালে বোরকা পরে বাসায় আসেন এবং প্রায় দেড় ঘণ্টা পরে নিহত নাফিসার স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে নির্বিঘ্নে বেরিয়ে যান। এই সময়ের মধ্যেই ধারালো অস্ত্র দিয়ে মা-মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়। লায়লা ফিরোজের শরীরে ৩০টির বেশি এবং নাফিসার গলায় ৪টি গভীর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরে ​পুলিশ বাথরুম থেকে দুটি ধারালো অস্ত্র (চাইনিজ সুইচ গিয়ার ও একটি চাকু) উদ্ধার করেছে এবং ধারণা করছে, হত্যার পর গৃহকর্মী গোসল করে রক্ত পরিষ্কার করে পালিয়ে যান। ​ভবনের দারোয়ান খালেককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫

তবে ​এখন পর্যন্ত অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে।