যুগ্মসচিবকে গাড়িতে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি, চালক গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:৪৬ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পরিকল্পনা কমিশনের যুগ্মসচিব মাকসুদা হোসেনকে সরকারি গাড়ির ভেতরে জিম্মি করে ছয় লাখ টাকা দাবি করার অভিযোগে গাড়িচালক আবদুল আউয়াল (৪০) কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার সকাল সোয়া ৮টা থেকে দুপুর পর্যন্ত প্রায় চার ঘণ্টা ভুক্তভোগীকে সরকারি গাড়িতে ঢাকার বিভিন্ন এলাকায় ঘোরান অভিযুক্ত চালক। পরে পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে তাকে আটক করা হয়। এরপর চালককে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন

জানা গেছে, আবদুল আউয়াল গত দুই মাস ধরে যুগ্মসচিব মাকসুদা হোসেনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির জানান, এ ঘটনায় যুগ্মসচিব মাকসুদা হোসেন বাদী হয়ে চালক আবদুল আউয়ালের বিরুদ্ধে চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: হাদিকে গুলির আগের বান্ধবীকে ‘দেশ কাঁপানো’র ইঙ্গিত দেয় ফয়সাল

ভুক্তভোগী মাকসুদা হোসেন সাংবাদিকদের জানান, পরিকল্পনা কমিশনে যাওয়ার পথে চালক হঠাৎ গাড়ির গতিপথ পরিবর্তন করেন। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। একপর্যায়ে তিনি ৯৯৯-এ ফোন করতে চাইলে চালক তার মোবাইল ফোন কেড়ে নেন এবং গাড়ির দরজা লক করে দেন।

এরপর চালক তাকে উত্তরা, সাভারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘোরান। পরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে গাড়ি থামিয়ে চালক তার মায়ের চিকিৎসার অজুহাতে ছয় লাখ টাকা দাবি করেন এবং তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা দিতে চাপ দেন। অফিসে গিয়ে টাকা দেওয়ার আশ্বাস দিলে পরিকল্পনা কমিশনে এসে চালক আটক হন।

এ বিষয়ে পরিকল্পনা বিভাগের সচিব শাকিল আখতার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক মাদকাসক্ত ছিলেন এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।