ডিএসইতে বড় দরপতন: ১৩ কার্যদিবসে সর্বনিম্ন লেনদেন

Any Akter
অর্থবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পুঁজিবাজার দরপতনের মধ্যে আটকে রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, সবকয়টি মূল্যসূচকও পতনের মুখে। পাশাপাশি, লেনদেনের পরিমাণ ১৩ কার্যদিবসে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই প্রবণতা দেখা গেছে। এখানে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।

আরও পড়ুন: ভোজ্যতেলের দাম বাড়ানোর আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ডিএসইর লেনদেনে সব খাত মিলিয়ে ৩৮৫টি শেয়ার ও ইউনিটের মধ্যে ৩৪টির দাম বেড়েছে, ৩০৭টির দাম কমেছে, এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ভালো কোম্পানি বা ১০% বা তার বেশি লভ্যাংশ দেওয়া ১৮টির শেয়ারের দাম বেড়েছে, বিপরীতে ১৬৮টির দাম কমেছে। মাঝারি মানের কোম্পানির মধ্যে ৬টির দাম বেড়েছে, ৬৭টির দাম কমেছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৪,৯২৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে ১,০২৪ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১,৮৯১ পয়েন্টে নেমেছে।

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম কমল, ২২ ক্যারেট ভরিতে ১ হাজার ৫০ টাকা হ্রাস

লেনদেনের পরিমাণও কমেছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকা, আগের কার্যদিবসে যা ছিল ৪০৫ কোটি ৪১ লাখ টাকা। এ হিসেবে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪১ কোটি ৪ লাখ টাকা।

সবচেয়ে বড় লেনদেন হয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে (২৭ কোটি ৬৩ লাখ টাকা), দ্বিতীয় স্থানে বিডি থাই ফুড (১৭ কোটি ৯৪ লাখ টাকা) এবং তৃতীয় স্থানে শাহজিবাজার পাওয়ার (১২ কোটি ৬৯ লাখ টাকা)।