তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:১৭ পূর্বাহ্ন, ৩০ জানুয়ারী ২০২৫
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত
সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা। ছবিঃ সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কলেজের সামনে তারা সড়ক অবরোধ করে।

এর আগে গতকাল বুধবার বিকেল ৫টার পর থেকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে অনশন শুরু করেন কলেজটির একদল শিক্ষার্থী।  এ সময় শিক্ষার্থীরা সাত দফা দাবি জানান।

আরও পড়ুন: চাকসুতে পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জাবেদ

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যের’ সাত দফা দাবিগুলো হলো- তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ। তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা। শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ল’ এবং জার্নালিজম সাবজেক্ট সংযোজন।

আরও পড়ুন

আরও পড়ুন: জুলাই পরবর্তী ছাত্ররাজনীতির মডেল ছাত্রশিবির : সাদিক কায়েম

আন্দোলন প্রত্যাহার করলেন সাত কলেজের ছাত্র প্রতিনিধিরা

এছাড়া একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ শিক্ষার গুণগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।