সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের আগুন জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তায় যানজট সৃষ্টি

ঢাকার সায়েন্সল্যাবরেটরি মোড় দুপুরের পর থেকেই পরিণত হয়েছে এক রণক্ষেত্রে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তপ্ত সংঘর্ষের জেরে পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চরম অস্থিরতা ও ভয়াবহ যানজট।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যমতে, মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টার পর থেকেই ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, যা একপর্যায়ে খোলামেলা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ, তবে তাদের একাধিকবার চেষ্টা সত্ত্বেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ
সায়েন্সল্যাব মোড়ে অবস্থানরত শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে। বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে সড়কের বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। অপরদিকে, সিটি কলেজের সামনেও মোতায়েন আছে পুলিশ বাহিনী, যারা শিক্ষার্থীদের ঘিরে রেখেছে।
দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী ভিপি মাহফুজা খানমের মৃত্যু
সংঘর্ষের সূত্রপাত কী নিয়ে তা এখনও নিশ্চিত নয়, তবে বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশেষ করে দুপুর দেড়টার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের দিক এগিয়ে গেলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে পড়ে। এমনকি সিটি কলেজের নামফলকও খুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ফলে নিউমার্কেট, নীলক্ষেত ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়েছে। এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, এবং সাধারণ পথচারীরা রাস্তায় বের হতে ভয় পাচ্ছে। বর্তমানে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।