জেন-জি বিক্ষোভে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১১:৫৮ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। সোমবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানাসোলোনিয়িকো রয়টার্সকে বলেন, সেনাবাহিনীর কিছু ইউনিট বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার পর রোববার রাজোয়েলিনা দেশ ত্যাগ করেন।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

তিনি বলেন, “আমরা প্রেসিডেন্সির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট দেশ ছেড়ে গেছেন।”

এর আগে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল। তবে তার বর্তমান অবস্থান এখন অজানা।

আরও পড়ুন: ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

একটি সামরিক সূত্র রয়টার্সকে জানায়, রাজোয়েলিনা রোববার একটি ফরাসি সামরিক বিমানে করে দেশত্যাগ করেছেন।

ফরাসি রেডিও আরএফআই জানায়, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে রাজোয়েলিনা একটি চুক্তি করেছেন।

সূত্রটি আরও জানায়, মাদাগাস্কারের সেন্ট মেরি বিমানবন্দরে একটি ফরাসি সেনা বিমান অবতরণ করে। পাঁচ মিনিট পরে একটি হেলিকপ্টারে রাজোয়েলিনাকে স্থানান্তর করে ওই বিমানে নেওয়া হয়।

প্রাক্তন ফরাসি উপনিবেশ মাদাগাস্কারে গত ২৫ সেপ্টেম্বর পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি, খারাপ শাসন ও মৌলিক পরিষেবার অভাবের বিরুদ্ধে ব্যাপক আন্দোলনে রূপ নেয়।