‘এলজিবিটিকিউ’ দেরকে অবাঞ্চিত ঘোষণা করার দাবিতে বিক্ষোভ সমাবেশ খেলাফত ছাত্র মজলিসের

Sadek Ali
শাহরিয়ার ইসলাম, ঢাবি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:১০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সমাজবিধ্বংসী "এলজিবিটিকিউ"দেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

 এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমকামী বিবাহের অধিকারের দাবিতে আমরণ অনশনে বসেন সাহারা চৌধুরী রেবিল নামের এক ট্রান্সজেন্ডার নারী।

আরও পড়ুন: দেশে ফিরে নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমান উল্লাহ আমান

ইতিমধ্যে ড. মোহাম্মদ সরোয়ার হোসেন এবং লেখক আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি সহ থানায় বোমা হামলা চালানোর হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন এই রূপান্তরকামী।

রাজু ভাস্কর্যের সমকামী একটিভিষ্ট এর এই আনাগোনা ব্যথিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সহ বাংলাদেশের সকল সাধারণ ধর্মপ্রাণ মুসলিমদেরকে। এরই প্রেক্ষিতে আজ শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সমাজবিধ্বংসী "এলজিবিটিকিউ"দেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আরও পড়ুন: নির্বাচনকে বিলম্বিত করতেই পিআর পদ্ধতির নামে আন্দোলন হচ্ছে: মির্জা ফখরুল

 উক্ত বিক্ষোভ সমাবেশের বক্তা সাজিদ হোসেন শোভন বলেন, সাহারা চৌধুরী রেবিল প্রথমে দুইজন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষককে হত্যার হুমকি দিল, সে থানায় বোমা হামলা হুমকিও দিল । কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র তার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। যে আগে অনলাইনে এক্টিভিজম করত সে এখন রাজু ভাস্কর্যের মতো জায়গায় এসে সমকামিতার বিস্তার ঘটাতে চাচ্ছে।  এ সময় মেডিকেল সাইন্স এর উদাহরণ টেনে তিনি বলেন সমকামিতা কোন জিনগত ভিন্নতা নয় বরং এটি একটি মানসিক সমস্যা। সমকামিতার ফলে সমাজের বিভিন্ন ধরনের রোগ ব্যাধির উদ্ভব হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

এ বিষয়ে ডাকসু হল সংসদ নির্বাচনে স্যার এ এফ রহমান হলের পাঠকক্ষ বিষয়ক সম্পাদক ওয়াসীর বলেন, গত ডাকসুর ইলেকশনে যারা নিজেদেরকে ইসলাম পন্থী দাবি করেন এমন একটি দল  জয়লাভ করলেও রাজু ভাস্কর্যে যে LGBTQ প্রমোশন হলো তার বিরুদ্ধে তাদের কোনরকম অবস্থান আমরা দেখতে পেলাম না। এটি আমাদের জন্য খুবই লজ্জার বিষয়।

সমাবেশের অন্যান্য বক্তারাও LGBTQ এর বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান এবং প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানান। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।