যুদ্ধবিরতি অনুমোদনের ঘণ্টা না পেরোতেই গাজায় ইসরাইলের হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৩:৪২ অপরাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের কয়েক ঘণ্টা পরই আবারও গাজার খান ইউনিসে হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ গাজার খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে। এছাড়া শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় ইসরাইলি বাহিনী বারবার কামানের গোলাবর্ষণও করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুন: ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরাইলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি যেকোনো মুহূর্তে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগমুহূর্তে এমন হামলা সংঘাতের সমাপ্তি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে। যদিও চুক্তির প্রথম ধাপের লক্ষ্যই ছিল— শত্রুতা বন্ধ করে শান্তির পথে এগোনো।

আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা