ঢাকায় আসছেন ড. জাকির নায়েক

বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবে তিনি।
জানা গেছে, তিনি একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন।
আরও পড়ুন: গাজায় প্রথম দফায় মুক্তি পেলেন যারা
বিষয়ে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তিনি তার নিজের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রাথমিকভাবে অনুষ্ঠানটি ডহাকার আগারগাঁওয়ে আয়োজনের পরিকল্পনা চলছে।
তিনি আরও জানান, অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত জানাতে ২০ অক্টোবরের পর সংবাদ সম্মেলনব করা হবে।
আরও পড়ুন: গাজায় হামাসের বিরুদ্ধে বিজয় দাবি করল ইসরায়েল
জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে খ্যাতনামা ইসলামী বক্তা, লেখক ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (IRF) প্রতিষ্ঠাতা। তিনি বিভিন্ন ধর্মের তুলনামূলক বিশ্লেষণ এবং ইসলাম প্রচারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।