সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্ত নিয়ে **গত ২৯ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। সোমবার (১৩ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়।
আরও পড়ুন: গুম মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত মর্মে প্রতীয়মান হয়েছে।
আরও পড়ুন: ডিজিএফআই, র্যাব পুলিশ ও বিজিবির ৩৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এবং সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭’-এর বিধি ১১ অনুযায়ী, রেজাউল করিম চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রসঙ্গত, ঢাকার সিএমএম থাকাকালীন সময়ে রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি তদন্তমূলক প্রতিবেদন সম্প্রচার করেছিল বেসরকারি টেলিভিশন।
ওই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তার কর্মকাণ্ড নিয়ে প্রশাসনিক পর্যায়ে তদন্ত শুরু হয়।