অস্ত্র সমর্পণে সম্মতির খবর ‘বানোয়াট’: হামাস

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৫:৪০ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ‘বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। রোববার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অধীনে হামাসের অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার খবর প্রকাশ করে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। সেখানে বলা হয়, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে তাদের অস্ত্র হস্তান্তর করতে রাজি হয়েছে।

আরও পড়ুন: অর্থনীতিতে নোবেল পেলেন যে তিন জন

তবে এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে হামাস। সংগঠনটির সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে হামাসের অবস্থান সম্পর্কে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।”

তিনি বলেন, “এই প্রতিবেদনগুলো হামাসের অবস্থান বিকৃত করার এবং জনমতকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।” মারদাউই সাংবাদিকদের উদ্দেশে বলেন, যাচাই না করে কোনো তথ্য প্রকাশ না করতে এবং কেবল বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে।

আরও পড়ুন: গাজায় আটক আরও ১৩ জিম্মিকে রেডক্রসের হাতে তুলে দিল হামাস

এর আগে, গত ২৯ সেপ্টেম্বর গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। এই পরিকল্পনায় ইসরাইলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

হামাস জানায়, তারা নীতিগতভাবে এই পরিকল্পনার অধিকাংশ বিষয়ে সম্মত, তবে নিরস্ত্রীকরণের বিষয়ে এখনো কোনো অবস্থান স্পষ্ট করেনি। এ বিষয়ে পরবর্তী আলোচনার জন্য মিশরে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।