সকালে স্বামী বিকেলে স্ত্রীর মৃত্যু, বাকরুদ্ধ সন্তানরা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:১১ পূর্বাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁদপুরের কচুয়া উপজেলায় ভালোবাসা আর দীর্ঘ দাম্পত্যের এক করুণ পরিণতি যেন থমকে দিল একটি গ্রামকে। জীবনের শেষ প্রান্তে এসে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথিবী ছেড়ে চলে গেলেন স্বামী ও স্ত্রী—একজনের মৃত্যুর শোক আরেকজন বাঁচতে দিল না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার মনপুরা গ্রামের বাসিন্দা জাফর মিয়া (৭০) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। দীর্ঘদিনের জীবনসঙ্গীর মৃত্যু সংবাদ শোনার পর থেকেই ভেঙে পড়েন তার স্ত্রী নাজমা বেগম (৫৫)। স্বামীর লাশের পাশেই বসে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

স্বজনদের ভাষ্য অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর নাজমা বেগম আর স্বাভাবিক ছিলেন না। কারও সঙ্গে কথা বলছিলেন না, খাবারও গ্রহণ করেননি। শোক আর মানসিক আঘাত সইতে না পেরে বিকেল আনুমানিক ৫টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের ধারণা, অতিরিক্ত মানসিক চাপ ও হৃদযন্ত্রের ক্রিয়াবিধি ব্যাহত হওয়ায় তার মৃত্যু হতে পারে।

একই দিনে স্বামী-স্ত্রীর এমন মৃত্যু পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে। মৃত দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ। বাবা-মাকে একদিনে হারিয়ে সন্তানরা যেন নির্বাক—শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না।

আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান বলেন, “এক দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু খুবই হৃদয়বিদারক। স্বামীর শোকে স্ত্রীর মৃত্যুর ঘটনা গ্রামবাসীকে গভীরভাবে নাড়া দিয়েছে। সন্তানদের কীভাবে সান্ত্বনা দেওয়া যায়, সেটাও আমাদের জানা নেই।”

এই করুণ ঘটনায় পুরো মনপুরা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। ভালোবাসা, নির্ভরতা আর জীবনের শেষ অধ্যায়ে এসে একে অপরকে ছেড়ে বাঁচতে না পারার এই গল্প স্থানীয়দের চোখেও জল এনে দিয়েছে।