রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:২৫ পূর্বাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।

বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ

তিনি জানান, অজ্ঞাত হামলাকারীরা দুইজনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই আজিজুর রহমান মুছাব্বির মারা যান। গুলিবিদ্ধ আনোয়ার হোসেনকে দ্রুত উদ্ধার করে বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার কারণ, পরিকল্পনা ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পুরো এলাকা ঘিরে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের দাবি মির্জা ফখরুলের