গুলশানে শুরু হয়েছে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:১০ পূর্বাহ্ন, ১০ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক গুলশানে শুরু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯টার কিছু পর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান ঘোষণা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। যদিও গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি ইতোমধ্যেই চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত, তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে দলীয় প্রচারণার ব্যানার–ফেস্টুনে কার ছবি ব্যবহার করা হবে—সে বিষয়েও স্পষ্ট সিদ্ধান্ত নেই।

আরও পড়ুন: নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মাথাচাড়া দিতে দেওয়া হবে না: আদিলুর রহমান

বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও খন্দকার মোশাররফ হোসেন।

সম্প্রতি সিলেটে এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলীয় চেয়ারম্যান হিসেবে নির্বাচনের ঘোষণা আসতে পারে।

আরও পড়ুন: তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

বিএনপির মিডিয়া সেল সূত্র বলছে, স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী। অতীতেও তিনি এ ধরনের সিদ্ধান্তে দলের অভ্যন্তরীণ মতামতকে গুরুত্ব দিয়েছেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকেই দলটি কার্যত তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে। ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পাওয়ার পরও খালেদা জিয়া রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্ত হলেও সক্রিয় রাজনীতিতে আর ফিরে আসেননি। চলতি বছরের ৩০ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।