নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Sanchoy Biswas
চন্দন কুমার দেব, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:১৪ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর নাসিরনগর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমরান মাসুম সাব্বিরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এই যৌথ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কুলাউড়া সরকারি কলেজে পুনর্মিলনীর প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

গ্রেপ্তার হওয়া জামাল মিয়া (৫১) মৃত তোতা মিয়ার ছেলে এবং তিনি হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। পুলিশ সূত্র জানায়, হরিপুর গ্রামের বাসিন্দা আবুলাল মিয়া (৫৫), পিতা দুনু মিয়াকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুন: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার