হতাশা থেকেই ইরানকে হুমকি দিচ্ছেন ট্রাম্প: আইআরজিসি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪০ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হতাশা থেকেই ইরানকে হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শহীদ কুদস ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়, তথাকথিত ১২ দিনের আরোপিত যুদ্ধে ইরানি জাতি ও যুবসমাজের প্রতিরোধ শত্রুদের বুঝিয়ে দিয়েছে—ইরান ‘সোলাইমানিতে’ পরিপূর্ণ। শহীদ কাসেম সোলাইমানির আদর্শ ও আত্মত্যাগের উত্তরাধিকার আরও বিস্তৃত হয়েছে, যা এই ভূমির কিংবদন্তিদের তালিকাকে সমৃদ্ধ করেছে।

আরও পড়ুন: নির্বাচন পর্যবেক্ষণে ২০০ সদস্যের প্রতিনিধিদল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

আইআরজিসি দাবি করে, সোলাইমানি ও প্রতিরোধ ফ্রন্টের যোদ্ধাদের আত্মত্যাগের ফলেই যুক্তরাষ্ট্রনির্ভর রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর ক্ষয় ঘটছে এবং অঞ্চল ও বিশ্বে ‘আমেরিকান ব্যবস্থার’ পতন ত্বরান্বিত হচ্ছে। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শহীদ সোলাইমানিকে হত্যা করে তার প্রভাব ও পথ ধ্বংসে ব্যর্থ হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, যদি তা সম্ভব হতো, তবে সোলাইমানির অনুপ্রেরণায় ফিলিস্তিনি যোদ্ধাদের ‘আল-আকসা ফ্লাড’ অভিযান সংঘটিত হতো না।

বিবৃতিতে আরও বলা হয়, শহীদ সোলাইমানি ও প্রতিরোধের শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষা অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়েছে। এই প্রতিরোধের চেতনা ভবিষ্যতে আরও ‘আল-আকসা ফ্লাড’-এর জন্ম দিতে পারে বলেও সতর্ক করে আইআরজিসি।

আরও পড়ুন: ইরানের বিক্ষোভকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা তেহরানের

আইআরজিসির মতে, ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আন্দোলন শহীদ সোলাইমানির নাম ও স্মৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার কৌশলগত দৃষ্টিভঙ্গির ফলেই মুসলিম দেশগুলোর ইসলামী প্রতিরোধ এখন একটি ঐক্যবদ্ধ ও কার্যকর ফ্রন্টে রূপ নিয়েছে। ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানটি এখন শুধু মুসলিম বিশ্বেই নয়, পশ্চিমা দেশ এমনকি হোয়াইট হাউসের সামনেও উচ্চারিত হচ্ছে বলে দাবি করা হয়।

বিবৃতির শেষাংশে আইআরজিসি জানায়, সোলাইমানিকে হত্যার পরও এবং সাম্প্রতিক সংঘাতে ব্যর্থ হয়ে ট্রাম্প আবারও ইরানের নিরাপত্তা অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তবে ইরানি জনগণ সচেতন থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করেছে। আইআরজিসি দাবি করে, এই ব্যর্থতার কারণেই ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ‘হতাশা থেকে’ ইরানকে হুমকি দিচ্ছেন।

আইআরজিসি আরও জানায়, তারা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বে বিপ্লব ও শহীদদের আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করছে এবং দেশের স্বাধীনতা ও শক্তি রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।

সূত্র: মেহের নিউজ