তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার ও সালেহ শিবলী প্রেস সচিব নিযুক্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। একই সঙ্গে তারেক রহমানের নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলীকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট রিজভী উল্লেখ করেন, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-২ আসনে একই পরিবারের তিন প্রার্থী, ভিন্ন দল—রাজনীতিতে ত্রিমুখী সমীকরণ
নতুন এই নিয়োগের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশাসনিক ও গণমাধ্যম ব্যবস্থাপনা আরও সুসংহত হবে বলে মনে করছেন দলীয় সূত্রগুলো।





