৪৯তম বিশেষ বিসিএস প্রশ্নপত্রে উঠে এল ‘আয়নাঘর’, শহীদ আবু সাঈদ ও ঐকমত্য কমিশন

৪৯তম (বিশেষ) বিসিএসের আবশ্যিক বিষয়ের প্রশ্নপত্রে রাজনীতি, ইতিহাস ও সমসাময়িক সমাজ বাস্তবতার নানা দিক উঠে এসেছে। প্রশ্ন এসেছে ‘আয়নাঘর’, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং ঐকমত্য কমিশনের সংসদ সংস্কার প্রস্তাবের বিষয়ে।
শুক্রবার কেবল ঢাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬৮৩টি শূন্য পদে নিয়োগের জন্য তিন লাখের বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নেন।
আরও পড়ুন: ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা
‘আবশ্যিক’ বিষয়ের প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে। ইতিহাস, রাজনীতি, গণিত, ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ সংবিধান ও সাম্প্রতিক বিষয়সহ বহুমাত্রিক প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।
প্রশ্নপত্রে সমসাময়িক আলোচ্য বিষয়ও উঠে এসেছে। উদাহরণস্বরূপ, জানতে চাওয়া হয়— ‘বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়’— এই মন্তব্য কার? এছাড়া, ‘জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ’ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এবং ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদ সংস্কারে ঐকমত্য কমিশনের প্রস্তাব কী’— এ ধরনের প্রশ্নও ছিল।
আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত
সংবিধান, আন্তর্জাতিক বিষয় ও পরিবেশ সম্পর্কিত প্রশ্নও পরীক্ষা সংকলনে ছিল। যেমন— ন্যাটো (NATO) কত সালে স্বাক্ষরিত হয়, বাংলাদেশ ICCPR-এর স্বাক্ষরকারী দেশ কি, ওজোনস্তর ক্ষয়কারী পদার্থ (ODS) কমানোর চুক্তি কোনটি ইত্যাদি।
বিশেষ আলোচিত প্রশ্ন ছিল— ‘আয়নাঘর কী?’ বিকল্প হিসেবে দেওয়া হয়েছিল: (ক) স্বচ্ছ কামরা, (খ) পরিবেশবান্ধব কৃষিকাজ, (গ) গোপন কারাগার, (ঘ) একটি হলিউড মুভি। এটি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
বাংলা ব্যাকরণ ও সাহিত্য বিষয়ে প্রশ্নও ছিল, যেমন— ‘পরিবার থেকেই শিক্ষার শুরু’ বাক্যে ‘থেকে’-এর সাথে যুক্ত ‘ই’-এর ব্যাকরণিক পরিচয় এবং ‘কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা’ বইটির লেখক কে।
উল্লেখ্য, বিশেষ বিসিএস পরীক্ষাপদ্ধতি সাধারণ বিসিএসের থেকে কিছুটা ভিন্ন। এখানে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না; লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন এবং মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।