আজ ৪৯তম বিসিএসের এমসিকিউ পরীক্ষা: ৬৮৩ পদে লড়বেন ৩ লাখ প্রার্থী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫ | আপডেট: ৯:৪৮ পূর্বাহ্ন, ১০ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুক্রবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ৪৯তম বিসিএস (বিশেষ)-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ইতোমধ্যে পরীক্ষার আসনবিন্যাস, সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা

এবারের ৪৯তম বিসিএস (বিশেষ) হচ্ছে শিক্ষা ক্যাডারের বিশেষ বিসিএস, যেখানে ৬৮৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পিএসসি জানিয়েছে, এই পদগুলোর বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে প্রতিযোগিতা করবেন প্রায় ৪৫৬ জন প্রার্থী।

সময়সূচি ও কেন্দ্র

আরও পড়ুন: ‘জুলাই শহীদ ও যোদ্ধাদের’ স্বীকৃতি প্রদান, আজীবন ভাতার দাবিতে রাজধানীতে বিক্ষোভ

সময়: সকাল ১০টা – দুপুর ১২টা

স্থান: ঢাকা মহানগরের ১৮৪টি কেন্দ্র

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

১️। প্রবেশের সময়: সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। এর পর কেউ প্রবেশ করতে পারবেন না।

২️। উত্তরপত্র: প্রতিটি পরীক্ষার্থীকে চারটি সেট (সেট ১, ২, ৩, ৪)-এর যেকোনো একটি দেওয়া হবে।

৩️। পরীক্ষাকালীন শৃঙ্খলা: প্রশ্নপত্র বিতরণের পর দুপুর ১২টার আগে কেউ পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবেন না।

৪️। নিষিদ্ধ সামগ্রী: বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, ব্যাগ বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনা যাবে না।

৫️। কানের নিয়ম: পরীক্ষার্থীদের কানের ওপর কোনো আবরণ রাখা নিষিদ্ধ। হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ ও কমিশনের অনুমোদন প্রয়োজন।

৬️। হল পরিবর্তন: কোনো পরীক্ষার্থী পরীক্ষার হল পরিবর্তনের আবেদন করতে পারবেন না।

৭️। প্রতিবন্ধী পরীক্ষার্থী:

 দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতলেখক নিয়োগ করেছে পিএসসি।

প্রতি ঘণ্টার জন্য দৃষ্টিপ্রতিবন্ধীরা পাবেন ১০ মিনিট অতিরিক্ত সময়, অন্য প্রতিবন্ধীরা পাবেন ৫ মিনিট অতিরিক্ত সময়।

শুধুমাত্র কমিশন-নির্ধারিত শ্রুতলেখকই পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৮️। নম্বর পদ্ধতি:

প্রশ্নসংখ্যা: ২০০টি

প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর

প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা

মোট সময়: ২ ঘণ্টা