জাতীয় নির্বাচন ঘিরে পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগে অনুমোদন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ পুলিশে বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সহকারী উপপরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে ৪ হাজার জন নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব কাজী লুতফুল হাসান স্বাক্ষরিত এক চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিচারকদেরও জবাবদিহিতা থাকা উচিত: ট্রাইব্যুনালের অভিমত

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোর আওতায় বিভিন্ন ইউনিটে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) পদ (গ্রেড-১৪) রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজনের জন্য অর্থ বিভাগের সম্মতি প্রদান করা হলো।

তবে এই অনুমোদনের সঙ্গে কয়েকটি শর্তও নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

শর্তগুলো হলো— অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ কর্তৃক যাচাইকৃত বেতনস্কেল অনুসরণ করতে হবে, প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশ গ্রহণ করতে হবে, প্রস্তাবটি সচিব কমিটিতে পাঠানোর আগে ৪ হাজার কনস্টেবল পদ বিলুপ্তির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে, পদ সৃজনের আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদন গ্রহণ করতে হবে।

সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এই প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশে ৪ হাজার এএসআই পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ এবং অন্য ২ হাজার পদে কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নতুন এএসআই পদগুলো সৃজনের মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও জোরদার হবে এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়ক ভূমিকা রাখবে।