দুদকের সাবেক কর্মকর্তার বাসায় সেনা অভিযান, শটগান উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৫ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোশাররফ হোসেন কাজলের বাসায় অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায় অবস্থিত তার বাসায় এ অভিযান চালায় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ সাইন্সল্যাব আর্মি ক্যাম্প।

আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে

অভিযান সংশ্লিষ্ট এক সেনা কর্মকর্তা জানান, মোশাররফ হোসেন কাজল ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন। উদ্ধার হওয়া শটগানটি তার দেহরক্ষী সন্ত্রাসী, চাঁদাবাজি ও নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তীতে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

এদিকে আলাদা অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় দুই নেতা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তাররা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন, অংশগ্রহণ ও অর্থায়নে জড়িত ছিলেন। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণ ও কর্মশালাবিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল ইসলাম খান সজিব (৫২), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি মো. এরশাদ আলী (৪৫), সিলেট মহানগরের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন (৩৭), সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ (৩৬), ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সহসভাপতি মোবারক হোসেন পলক (৩২), বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ফারুক হোসেন আকন (৫০) এবং আওয়ামী লীগের সংগঠক অংশগ্রহণকারী মো. মিরাজ হোসেন (২৬)।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।