মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

Sanchoy Biswas
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৫ | আপডেট: ৪:০৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

রোববার (৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. মাহামুদুল হাসান শিবলী (২৩) এবং সুনামগঞ্জ জেলার বালীকান্দি এলাকার ইমতিয়াজ আলীর ছেলে মো. ইমন।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জব্দ করা গাঁজার ওজন ৫ কেজি, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় গজারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।