খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে: ডা. সিদ্দিকী
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চেস্টে (বুকে) ইনফেকশন, হার্ট ও ফুসফুসেও জটিলতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আপডেট দিতে গিয়ে তিনি এ তথ্য জানান।
আরও পড়ুন: কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ জনকে চিকিৎসাসেবা
ডা. সিদ্দিকী জানান, চেস্ট ইনফেকশনসহ তাঁর হার্ট ও লাংস আক্রান্ত হয়েছে এবং আগামী অন্তত ১২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঠিক কতদিন খালেদা জিয়াকে হাসপাতালে রাখতে হবে তা এখনও নির্ধারণ করা সম্ভব নয়; শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: আগামী নির্বাচন আন্দোলনেরই অংশ: নজরুল ইসলাম খান
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ফিরোজা থেকে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে ভর্তি করা হয়। ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, প্রয়োজনীয় বেশকিছু পরীক্ষার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের পরামর্শেই তিনি অনুষ্ঠানে যোগ দেন বলে জানিয়েছে তাঁর প্রেস উইং।
দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা এবং চক্ষুজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং ১১৭ দিনের চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।





