শেখ হাসিনা নয়, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫ | আপডেট: ৩:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত ব্যক্তিদের প্রত্যর্পণ ইস্যুতে ভারত ইতোমধ্যেই প্রয়োজনীয় পর্যালোচনা শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তার মতে, এই প্রক্রিয়ার প্রথম ধাপ শুরু হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ দিয়েই।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, জুলাইয়ের সহিংসতায় অভিযুক্ত শেখ হাসিনা, কামালসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দকে শেষ পর্যন্ত বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে—এমন বিশ্বাস আরও দৃঢ় হচ্ছে।

আরও পড়ুন: সুখবর পেলেন বিএনপির আরও ৮ নেতা

শফিকুল আলম বলেন, “আসাদুজ্জামান খান কামাল, যিনি ঢাকার কসাই হিসেবে পরিচিত, খুব শিগগিরই বিচার মুখোমুখি হতে দেশে ফিরিয়ে আনা হবে—এমন সম্ভাবনা আরও স্পষ্ট হচ্ছে।”

তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৬ বছরের সরকার পরিচালনার সময় যেসব মানবাধিকার লঙ্ঘন, গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগ উঠেছে, সময় যত এগোচ্ছে ততই এসব অপরাধের ওপর আন্তর্জাতিক মহলের নজর বাড়ছে। বিশেষত জুলাইয়ের গণহত্যা মামলায় কামালের ভূমিকা বৈশ্বিক গণমাধ্যমের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে লেভেল প্লেয়িং ফিল্ড নেই: রেজাউল করিম

তার মতে, সংশ্লিষ্টরা যত প্রভাব, অর্থ বা লবিং-ই ব্যবহার করুক না কেন, দায়মুক্তির সুযোগ শেষ পর্যন্ত স্থায়ী হবে না। তিনি লেখেন, “জাতি হিসেবে আমরা যদি ভুক্তভোগীদের ন্যায়বিচারের দাবিতে অটল থাকি, তবে অপরাধীদের পক্ষে পরিণতি এড়ানো ক্রমেই কঠিন হয়ে পড়বে।”

স্ট্যাটাসে আরও ইঙ্গিত দেওয়া হয়—প্রত্যর্পণের চেইনপ্রক্রিয়া শুরু হবে কামালকে দিয়ে; এরপর পর্যায়ক্রমে অন্যান্য দণ্ডিতকেও দেশে ফিরিয়ে আনা হবে।