ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৭০৫ জন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫ | আপডেট: ৮:৫৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭০৫ জন রোগী।

সোমবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশালে ৬২ জন, চট্টগ্রামে ১১৬ জন, ঢাকার জেলা অঞ্চলে ১৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৭ জন, খুলনায় ৩৪ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে পাঁচজন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ হাজার ২৫৮ জন।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২০ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৯৬৯ জন। এর মধ্যে ৬২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৭ শতাংশ নারী।

গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুসহ এ বছর দেশে ডেঙ্গুতে মোট ৩৬৬ জনের প্রাণহানি হয়েছে।

২০২৪ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।