৩ দিন ব্যাপী নবীনবরণের আয়োজন করলো রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ

Sanchoy Biswas
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:২৪ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যেখানে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ বিভাগ একদিনেই নবীনবরণ অনুষ্ঠান সীমাবদ্ধ রাখে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজন করেছে ব্যতিক্রমী তিন দিনের নবীনবরণ উৎসব। আগামী ১৭ আগস্ট (রবিবার) থেকে ১৯ আগস্ট (মঙ্গলবার)  পর্যন্ত চলবে এই নবীনবরণ।

শুক্রবার (১৫ আগস্ট) বিভাগের বিভাগের ভেরিফাইড ফেইসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

আরও পড়ুন: রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

তিনদিন ব্যাপী প্রোগ্রামে যা যা থাকছে :

প্রথম দিন : ১৭ আগস্ট ২০২৫, রবিবার

আরও পড়ুন: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যমুনা সেতু অবরোধ

সকাল ১০ টা ১৫ তে নবীণ শিক্ষার্থীদের অভ্যর্ত্থনা এবং বরণ করবেন বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থী সহযোগে নবীনদের অভিষেক পর্ব সকাল সাড়ে ১০টায়। নাস্তা সরবরাহ দুপুর ১২টায়। বিভাগকে নিয়ে শিক্ষার্থীদের নির্মিত ডকুমেন্টরি প্রদর্শন দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। দুপুরের খাবারের বিরতি দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত । বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে নবীনদের পরিচিতি পর্ব ও আড্ডা ২টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত। শহীদ ড. জোহাকে নিয়ে বিভাগীয় সভাপতির নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “দাবানল” এবং শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র প্রদর্শন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত । শিক্ষক-শিক্ষার্থী সহযোগে অভিষেক কেক কাটা হবে বিকেল সাড়ে ৪টায়। 

দ্বিতীয় দিন : ১৮ আগস্ট ২০২৫, সোমবার

বর্তমান শিক্ষার্থীদের সহযোগে নবীনদের 

বিভাগ পরিচিতি ও পরিদর্শন এবং গ্রুপ ফটোসেশন হবে সকাল সাড়ে ১০টায়।

বর্তমান শিক্ষার্থীদের সহযোগে নবীনদের ক্যাম্পাস পরিভ্রমণ বেলা সাড়ে ১১টায়। নবীনদের রাবি বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করা হবে ২টা ৩০ থেকে ৫টা পর্যন্ত। 

তৃতীয় দিন : ১৯ আগস্ট ২০২৫, মঙ্গলবার

কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন সকাল ১০টা ১৫ তে। বিভাগের আঙিনায় বৃক্ষরোপণ সকাল ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা পর্যন্ত। ১২টা থেকে ১২৩ নং কক্ষে কারিকুলাম পাঠ করবেন অধ্যাপক কাজী মামুন হায়দার। দুপুর সাড়ে ১২টায় প্রাত্যহিক ও প্রাতিষ্ঠানিক শিষ্টাচার দীক্ষা দিবেন প্রফেসর মশিহুর রহমান। ১টা ৩৫ এ অভিষেক সমাপন করবেন বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হোসেন বকুল (সাজ্জাদ বকুল)

এ বিষয়ে জানতে চাইলে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ একটি পরিবার, আমাদের পরিবারে নতুন শিক্ষার্থীদের আগমনে আমরা আনন্দিত। নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আমরা প্রস্তুত। গতবারের আমাদের ৩ দিন ব্যাপী নবীনবরণ আয়োজন দেশে- বিদেশে অনেক  আলোচিত হয়েছিল। এবারের আয়োজনে আরো বৈচিত্র আনা হয়েছে। নতুন করে বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন যুক্ত করেছি৷ আমরা চাই নবীণ শিক্ষার্থী যারা আসছে তারা আমাদের বিভাগ থেকে সুন্দর ভাবে অ্যাকাডেমিক  কার্যক্রম শেষ করে দেশ এবং দেশের বাহিরে পেশাগত সাফল্য অর্জন করবে৷"