মৌচাকের পার্কিং লটের প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাক এলাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিং লটে দাঁড়ানো প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ঢাকা মেট্রো-৩৬৩৭৪৫ সিরিয়ালের একটি প্রাইভেটকারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একটি মরদেহ চালকের পাশের আসনে এবং অন্যটি পেছনের আসনে পড়েছিল।
আরও পড়ুন: সাদাপাথর খেকুরা শনাক্ত, শীঘ্রই আইনি ব্যবস্থা
মরদেহের মুখ ও মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। যা থেকে ধারণা করা হচ্ছে, ধারালো বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে তাদের হত্যা করা হয়েছে। শরীরের বাকি অংশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ভবনের নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন, গাড়িটি কখন এবং কে এখানে রেখে গেছেন, সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। পার্কিং লটে প্রায়ই অনেক গাড়ি রাখা হয় এবং এই গাড়িটিও সেভাবেই রাখা হয়েছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে পুলিশ, সিআইডি এবং র্যাব সদস্যরা। তারা গাড়িটি ঘিরে ফেলে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। মরদেহের ফরেনসিক পরীক্ষার জন্য সেগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, তারা ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ করছেন এবং নিহতদের পরিচয় জানার চেষ্টা করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১