শাহবাগে ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ, কুশপুত্তলিকা দাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় জুলাই গণ-অভ্যুত্থানকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনকারী সংগঠনকদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেওয়ার প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদীরা অভিযোগ করেন, ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থানকে ‘কালো শক্তি’ এবং আন্দোলনকারী সংগঠনদের ‘রাজাকারের বাচ্চা’ বলে আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেছেন।
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা বাকৃবি
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, “মৌলিক সংস্কার ছাড়া এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না করে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার এখনও মৌলিক সংস্কারের কোনো পদক্ষেপ নেয়নি। শহীদদের তালিকা ও আহতদের পুনর্বাসনে দেরি করছে। এর পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। একই সঙ্গে বিএনপিকে ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার ব্যবস্থা করতে হবে।”
আরও পড়ুন: সাত দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল
সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম বলেন, “যারা গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করার চেষ্টা করছে, তারা আওয়ামী লীগের সহযোগী শক্তি। আওয়ামী লীগের মতোই তাদেরও পতন অনিবার্য। ফজলুর রহমান সেই পথেই এগোচ্ছেন।”
এ সময় সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা অভিযোগ করেন, “ফজলুর রহমান ’২৪ এবং ’৭১-কে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছেন। এ চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা করে, মৌলিক সংস্কার কার্যকর করা, শহীদ ও আহতদের তালিকা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ফজলুর রহমান সাম্প্রতিক সময়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে নিয়মিত সমালোচনার মুখে পড়ছেন।