ডাকসু ভোটে কারচুপির অভিযোগ আনলেন ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন নানা ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম জানান, তিনি অমর একুশে হলে ভোটকেন্দ্রে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছেন। রোকেয়া হলে যাওয়ার পরও অনুরূপ অভিযোগ পেয়েছেন, যেখানে বলা হয়েছে, ব্যালট পেপারে আগে থেকেই প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন ছিল। তিনি বলেন, “এটা কোনোভাবেই আশা করিনি।”
আরও পড়ুন: ভোটগণনায় উত্তেজনা, মোড়ে মোড়ে অবস্থান নিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা
আবিদুল ইসলাম আরও অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়েছে এবং প্যানেলের নম্বর শিট বিতরণেও বাধার সম্মুখীন হতে হয়েছে। তিনি জানান, “রোকেয়া হলে নির্বাচনী কর্মকর্তা আমাদের এক প্রার্থীর ব্যালট নম্বর বিতরণের জন্য তার ছাত্রত্ব বাতিল করার হুমকি দিয়েছেন, অথচ অন্য প্রার্থীর জন্য সুবিধা প্রদান করা হচ্ছে।”
তিনি বলেন, অমর একুশে হলে কারচুপির প্রমাণ হাতে পাওয়ার পরেও কেন্দ্রের চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কীভাবে তা হয়েছে তা তারা জানেন না। আবিদুল ইসলাম অভিযোগ করেছেন যে, ভোটকেন্দ্রের বাইরেও প্যানেলের ওপর নানা ধরনের বাধা ও প্রোপাগান্ডার সম্মুখীন হতে হয়েছে।
আরও পড়ুন: টিএসসি কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শিক্ষক মোনামির দীর্ঘ ফেসবুক পোস্ট
এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ জমা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, নির্বাচনের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা হবে।