তিন হলে ডাকসু ভোটের ফল ঘোষণা, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৩ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের এখন পর্যন্ত তিনটি হলের ফলাফল রিটার্নিং কর্মকর্তারা ঘোষণা করেছেন। ফলাফলে দেখা যাচ্ছে, ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল এগিয়ে রয়েছে।

ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ২টার দিকে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে যা বললেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম

ঘোষণা অনুযায়ী কার্জন হল ভোটকেন্দ্রে ফজলুল হক হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৮৪১, আবিদুল ইসলাম ১৮১; উমামা ফাতেমা ১৫৩; শামীম হোসেন ১৪১; আবদুল কাদের ৪৭ ও বিন ইয়ামিন মোল্লা ৬ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৫৮৯; মেঘ মল্লার বসু ৯৯; আবু বাকের মজুমদার ৩৪১ ও তানভির বারী হামিম ২২৮ ভোট পেয়েছেন।

অমর একুশে হলের ফলাফলে ডাকসুর ভিপি পদে আবু সাদিক কায়েম ৬৪৪, আবিদুল ইসলাম ১৪১; উমামা ফাতেমা ৯০; শামীম হোসেন ১১১; আবদুল কাদের ৩৬ ও বিন ইয়ামিন মোল্লা ১ ভোট পেয়েছেন। একই হলে জিএস পদে ফরহাদ হোসেন ৪৬৬; মেঘ মল্লার বসু ৮৬; আবু বাকের মজুমদার ১৪৭ ও তানভির বারী হামিম ১৮০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: পাঁচ হলে ডাকসু নির্বাচনের ফল, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে