নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে যা বললেন ছাত্রদল প্রার্থী আবিদুল ইসলাম

ছবিঃ সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান। তিনি অভিযোগ করে বলেছেন, “নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন।”
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
আরও পড়ুন: পাঁচ হলে ডাকসু নির্বাচনের ফল, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে
স্ট্যাটাসে আবিদুল ইসলাম খান লিখেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”
এর আগে ফলাফল ঘোষণার পর ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও পূর্বপরিকল্পিত কারচুপি হয়েছে।
আরও পড়ুন: তিন হলে ডাকসু ভোটের ফল ঘোষণা, শিবির সমর্থিত প্যানেল এগিয়ে