ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে মারা গেলেন সাংবাদিক

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের সংবাদ সংগ্রহের সময় মৃত্যুবরণ করেছেন তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিক।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহকালে দুপুর দেড়টার তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা যায় । তরিকুল শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

মৃতের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে তীব্র গরমে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১:১০ মিনিটে শারীরিক ভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা সহকর্মীরা সাথে সাথে তাকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে দুপুর ১:২৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প