গাজীপুরে বাসচাপায় নওগাঁর ডিবি পুলিশের ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩১ পূর্বাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরে বাসচাপায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী লতিফা জেসমিন (৪৮)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুর পুলিশ লাইন্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

নিহত মোস্তাফিজ হাসান রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “পুলিশ লাইন্সের সামনে রাস্তা পারাপারের সময় সাথী পরিবহনের একটি বাস চাপা দিলে নওগাঁ ডিবির ওসি মোস্তাফিজ নিহত হন।”

আরও পড়ুন: খুলনা ১ আসনে কৃষ্ণ নন্দী জামায়াতের প্রার্থী হতে পারে

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী লতিফা জেসমিন ব্যক্তিগত প্রাইভেট কার রাস্তার পাশে পার্ক করে পুলিশ লাইন্সের সামনে দোকানে আসেন। পরে সড়কের অপর পাশে গাড়িতে ফেরার সময় চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়িগামী সাথী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। পরে লতিফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, “ওসি মোস্তাফিজ ছুটিতে স্বজনদের কাছে গিয়েছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে নওগাঁ জেলা পুলিশ গভীরভাবে শোকাহত।”