কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশি বিমান, যাত্রীরা ভোগান্তিতে

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:১২ পূর্বাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালে চলমান ছাত্র আন্দোলনের মধ্যে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এর ফলে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতিতে কাঠমান্ডু বিমানবন্দরে নামতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে ওই ফ্লাইট ঢাকায় ফিরে আসে।

এ ঘটনায় নেপাল থেকে ঢাকায় ফেরার কথা থাকা যাত্রীরা দেশটিতে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিমি যানজট

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কাঠমান্ডুগামী ‘বিজি-৩৭১’ ফ্লাইট ১১৪ যাত্রী নিয়ে রওনা দেয়। কিন্তু কাঠমান্ডুর কাছে পৌঁছালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফ্লাইটের অবতরণের অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত ফ্লাইটটি নেপালের আকাশে চক্কর দিয়ে ঢাকায় ফিরে আসে। এ কারণে কাঠমান্ডু থেকে ঢাকাগামী ‘বিজি-৩৭২’ ফ্লাইটের ৯৪ যাত্রীও ঢাকায় ফিরতে পারেননি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবির জানিয়েছেন, নেপালে আটকে পড়া ৯৪ যাত্রীকে হোটেলে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের দেশে ফেরত আনা হবে। একইভাবে ঢাকা থেকে কাঠমান্ডু যেতে চাওয়া যাত্রীদের জন্যও হোটেলের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট বাতিল