কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

কাতারের রাজধানী দোহাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণে দোহা কেঁপে ওঠে। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে। তবে তারা সরাসরি কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ জানিয়েছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন।”
আরও পড়ুন: নেপালে জরুরি নিরাপত্তা পরিস্থিতি: বাংলাদেশিদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বৈঠকে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল ইসরায়েলের পক্ষ থেকে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতৃবৃন্দের।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে তিনিও হেলিকপ্টারে পালালেন