মাদক নেটওয়ার্ক দমনে বড় পদক্ষেপ
ভেনেজুয়েলায় শিগগিরই স্থল হামলা চালাবে যুক্তরাষ্ট্র
মাদক চোরাচালান রোধে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে খুব শিগগিরই স্থল অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র—এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেনাদের একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি জানান, কেবল সমুদ্রপথে নয়, এবার স্থলভূমিতেও মাদক নেটওয়ার্কের বিরুদ্ধে আঘাত হানার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত।
ট্রাম্প বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমাদের বাহিনী সমুদ্রপথের মাদক চলাচল কার্যত বন্ধ করে দিয়েছে। অপরাধীরা এখন সাগরপথ ব্যবহার করতে ভয় পাচ্ছে। তাই আমরা স্থলের দিকেও নজর দিচ্ছি। খুব শিগগিরই সেখানে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা আমাদের দেশে বিষ ঢোকানোর চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
তার এই বক্তব্যে পরিষ্কার হয়েছে, ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্র আগের চেয়ে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে। দেশটি ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরেই বড় ধরনের সামরিক প্রস্তুতি লক্ষ করা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প কার্যত সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার ঘনিষ্ঠ সহযোগীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য’ হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন। এর ফলে তাদের সম্পদের ওপর সরাসরি নিয়ন্ত্রণ—এমনকি নতুন নিষেধাজ্ঞাও আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে সামরিক হামলায় মাদুরো টার্গেট হবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪
মার্কিন নৌবাহিনী ইতোমধ্যে ক্যারিবিয়ান অঞ্চলে ‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে বড় আকারের সামরিক মহড়া চালাচ্ছে। এতে অংশ নিয়েছে কয়েক ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় ১৫ হাজার সেনা। মাদকবিরোধী নামে পরিচালিত এসব অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা সম্পর্ক নতুন করে আরও সংকটের দিকে এগোচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের এই অবস্থান আঞ্চলিক নিরাপত্তার ভারসাম্যেও নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে।





