সন্ধ্যায় ঢাকায় পরপর দুইবার ভূমিকম্প, দেশজুড়ে আতঙ্ক

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ৭:৩৫ পূর্বাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শনিবার সন্ধ্যায় রাজধানী ঢাকায় পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর বাড্ডা এলাকা।

প্রথম কম্পনটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। মাত্র এক সেকেন্ড পর, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪ দশমিক ৩।

আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি

এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও নরসিংদীর পলাশ উপজেলায় একটি মৃদু ভূমিকম্প রেকর্ড হয়, যার মাত্রা ছিল ৩ দশমিক ৩।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ আশপাশের এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে নরসিংদীতে—যেখানে ৫ জনের মৃত্যু হয়। ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন নিহত হন।

আরও পড়ুন: অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

ভূমিকম্পের সময় বহু মানুষ আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়েন, যা অধিকাংশ মৃত্যুর প্রধান কারণ ছিল। এছাড়া কয়েকটি ভবন হেলে পড়ে এবং দেয়ালে গুরুতর ফাটল দেখা দেয়।

নিরাপত্তার স্বার্থে আবহাওয়া অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।