অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৪০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির চাকরির বয়সসীমা ৬৭ বছর। সে বয়স পূর্ণ হওয়ায় তিনি ওই দিন আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবসরে যাওয়ার আগে ১৪ ডিসেম্বর প্রধান বিচারপতি দেশের বিচারকদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। এ উপলক্ষে সেদিন বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। সেখানে তিনি ‘বিদায়ী অভিভাষণ’ প্রদান করবেন।

আরও পড়ুন: পরপর তিন দফা ভূমিকম্পে আবারো কেঁপে উঠলো ঢাকা

গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে তিনি গত ১০ আগস্ট নিয়োগ পান এবং পরদিন শপথ নেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি বিচার বিভাগের উন্নয়ন ও আধুনিকায়নে একটি বিস্তৃত রোডম্যাপ তুলে ধরেন। গত দেড় বছরে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, বিচারকদের দক্ষতা বৃদ্ধি, আদালত ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা, মামলার জট কমানো, নিচের আদালতের বিচারকদের সক্ষমতা উন্নয়নসহ বহু সংস্কার উদ্যোগ বাস্তবায়িত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব বাধ্যতামূলক হচ্ছে: প্রেস সচিব

বিশেষ করে, বিচার বিভাগকে গতিশীল করতে গৃহীত উদ্যোগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা। দীর্ঘদিনের এই দাবি পূরণ করে সরকার গত ২০ নভেম্বর উচ্চ আদালতের অধীনে নতুন সচিবালয় গঠনের অনুমোদন দেয়। উপদেষ্টা পরিষদের সভায় এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়।

১৪ ডিসেম্বরের বিদায়ী ভাষণে প্রধান বিচারপতি গত দেড় বছরের সংস্কার কার্যক্রম, এখন পর্যন্ত অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।