হংকংয়ের আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪৪
হংকংয়ের তাই পো এলাকার একটি বৃহৎ আবাসিক কমপ্লেক্সে দাফায় দাফায় ছড়িয়ে পড়া অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। এখনও পর্যন্ত অন্তত ২৭৯ জনের কোনো খোঁজ মিলছে না বলে বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে। আগুন লাগার ঘটনা ঘটেছে বুধবার দুপুরে, যার পর থেকে রাতভর ভবনগুলো ধোঁয়া আর আগুনে ঘেরা ছিল।
হংকংয়ের প্রধান নির্বাহী জন লি জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে আহত ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর তাদের মধ্যে সাতজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরও পড়ুন: লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে নতুন হামলা চালাল ইসরাইল
ওয়াং ফুক কোর্ট নামের আটটি উঁচু ভবনের এই আবাসিক কমপ্লেক্সে প্রায় ২ হাজার অ্যাপার্টমেন্ট রয়েছে; যেখানে প্রায় ৪ হাজারের বেশি মানুষ বসবাস করেন। দমকল বাহিনী জানায়, আগুনের তীব্র তাপ ও ঘন ধোঁয়ার কারণে উচ্চতলার দিকে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। ৮০০-রও বেশি দমকল কর্মী টানা ১৮ ঘণ্টারও বেশি সময় ধরে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে ঠিক কতজন আগুনে আটকা পড়েছিলেন তা এখনও নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনাস্থলের আশপাশের ১৩টি স্কুলের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত দল কাজ শুরু করেছে।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১৪
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছেন এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেছেন।





