ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে মোড়ে মোড়ে শিবিরের অবস্থান ও বিজয় স্লোগান
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলমান রয়েছে। ইতোমধ্যে পাওয়া আংশিক ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন।
একই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান এগিয়ে আছেন বলে জানা গেছে।
আরও পড়ুন: দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে
শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল থেকে প্রাপ্ত ফলাফলে এই চিত্র ফুটে উঠেছে।
এমন পরিস্থিতিতে শাহবাগ এলাকায় শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তাদের স্লোগান ও বিজয় মিছিলে প্রস্তুতির দৃশ্য লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিশ্বনেতাদের উত্থান, পতন ও পরিণতি
তবে এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি নিজের ফেসবুক পোস্টে অভিযোগ করেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল প্রত্যাখ্যান করছি।
দিনভর ভোটগ্রহণে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ উঠে চারটি প্যানেলের পক্ষ থেকে। টিএসসিতে বিক্ষোভ করে ছাত্রদল, অভিযোগ ছিল—শিবির সমর্থিত প্রার্থীদের ব্যালটে আগে থেকে টিক চিহ্ন দেওয়া। রাতে ভোট গণনার সময়ও খালি ব্যালটবক্স ভরার অভিযোগে বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ছাত্রদলের প্রতিবাদ হয়।
শিবির সমর্থক আরমান বলেন, দীর্ঘদিন আমরা নির্যাতিত ছিলাম। হলে অবস্থান করতে পারিনি। এই জয় ঢাবির ছাত্রসমাজের।
এর আগে, শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য দেলোয়ার হোসেন নির্দেশনা দিয়েছিলেন—ফলাফল যাই হোক, কোনো ধরনের শ্লোগান বা মিছিল করা যাবে না। তবে শাহবাগে রাতেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে সংগঠনের সমর্থকদের।





