জিয়াউর রহমান হলের সংস্কার ও সমস্যা সমাধানে ১০ দফা দাবি রিয়াদ-রেজাউল পরিষদের

Sanchoy Biswas
রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের সার্বিক সংস্কার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে প্রাধ্যক্ষের নিকট স্মারকলিপি দিয়েছে রিয়াদ-রেজাউল পরিষদ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করেন তারা।

আরও পড়ুন: ভাঙা হাত নিয়েই প্রচারণা চালাচ্ছেন ছাত্রদলের আবিদুর

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, হলের সুস্থ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে সংস্কার কার্যক্রম শুরু করা জরুরি। এজন্য ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন ও বৈচিত্র্য আনা, পর্যাপ্ত ভর্তুকি প্রদান, নিয়মিত তদারকি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার দাবি জানানো হয়। আসন বণ্টনে ন্যায্যতা ও যোগ্যতাকে প্রধান মানদণ্ড করার পাশাপাশি প্রতিটি ব্লকে সুপেয় পানির জন্য পৃথক সাবমার্সিবল স্থাপনের দাবি তোলা হয়।

এ ছাড়া পুরো হল ও প্রতিটি ফ্লোরে সিসি ক্যামেরা স্থাপন করে নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে পত্রিকা পাঠ ও বসে পড়ার ব্যবস্থা করা, হল লাইব্রেরিকে পূর্ণ সচল ও আধুনিকায়ন করার প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে প্রতিটি ফ্লোরে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো, মশার উপদ্রব নিয়ন্ত্রণে সপ্তাহে অন্তত একদিন ফগার মেশিন ব্যবহার, হল প্রাঙ্গণ নিয়মিত পরিষ্কার রাখা এবং রোপণকৃত চারাগাছের সুরক্ষায় খুঁটি প্রদান ও পরিচর্যার জন্য মালি নিয়োগের দাবি জানানো হয়।

আরও পড়ুন: মাহিন সরকারের প্রার্থিতা প্রত্যাহার ইস্যুতে বিস্ফোরক তথ্য দিলেন ভিপি প্রার্থী জামাল উদ্দিন খালিদ

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, উত্থাপিত এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে শহীদ জিয়াউর রহমান হল শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুস্থ ও শিক্ষাবান্ধব আবাসিক পরিবেশে পরিণত হবে।