মুম্বাইয়ে ৪০০ কেজি আরডিএক্স ও ৩৪ জঙ্গি নিয়ে হামলার হুমকি, শহরজুড়ে সর্বোচ্চ সতর্কতা

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ফের ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ট্র্যাফিক পুলিশের কাছে আসা একটি হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়েছে, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি প্রায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক নিয়ে শহরে প্রবেশ করেছে। এরপরই নড়েচড়ে বসেছে নগরীর পুলিশ প্রশাসন, জারি করা হয়েছে 'হাই-রেড অ্যালার্ট'।
হুমকি পাওয়ার পর থেকেই মুম্বাইজুড়ে চলছে ব্যাপক তল্লাশি। বিশেষ করে জনবহুল স্থান যেমন—রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড এবং ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি প্রবেশ ও বাহির পথে চলছে তল্লাশি, যা একরকম দুর্গসদৃশ নিরাপত্তা বলয় তৈরি করেছে।
আরও পড়ুন: থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল
পুলিশের বরাত দিয়ে জানা গেছে, হুমকি দেওয়া বার্তায় বলা হয়েছে, এই হামলায় প্রায় ৩৪টি গাড়ি ব্যবহার করা হবে। ২০০৮ সালের মুম্বাই হামলার ধাঁচে একের পর এক বিস্ফোরণে শহরকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ওই বার্তায় আরও বলা হয়েছে, এই ঘটনা শুধু মুম্বাই নয়, পুরো দেশকে কাঁপিয়ে দেবে। পুলিশের ধারণা, এর পেছনে পাকিস্তানি জঙ্গিদের হাত থাকতে পারে। গোয়েন্দা সূত্র অনুযায়ী, ইতিমধ্যে ১৪ জন পাকিস্তানি জঙ্গি ভারতে ঢুকে পড়েছে।
পুলিশ আরও জানায়, এই হুমকি বার্তাটি কোথা থেকে এসেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এর সত্যতা যাচাইয়ে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। প্রায় ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক দিয়ে ১০ মিলিয়নের বেশি মানুষকে হত্যা করা সম্ভব। তাই শহরের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ বলছে ‘আতঙ্কের নগরী’